২০২৫ সালটা এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভরপুর। ছেলে ও মেয়েদের জাতীয় দল থেকে বয়সভিত্তিক পর্যায়ে একটির পর একটি বাছাই প্রতিযোগিতা হচ্ছে। এরই মধ্যে সফলভাবে বাছাই পর্ব শেষ করেছে জাতীয় ও অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। দুটি দলই ইতিহাস গড়েছে এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে উঠে। নারী জাতীয় দল আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় ও অনূর্ধ্ব-২০ দল এপ্রিলে থাইল্যান্ডে এশিয়ান কাপ খেলবে। ছেলেদের জাতীয় দলের এশিয়ান কাপ বাছাই চলমান। দুটি ম্যাচ শেষ হয়েছে। সামনে আরো চারটি ম্যাচ। প্রথম দুই ম্যাচের প্রথমটিতে ভারতের বিপক্ষে ড্র ও সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে হারের পর হামজা-শামিতদের এশিয়ান কাপে কোয়ালিফাই করা কঠিন। পরের ম্যাচটি হংকং চায়নার বিপক্ষে ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ছেলে ও মেয়েদের কয়েকটি বয়সভিত্তিক দলের এশিয়ান কাপ বাছাইয়ের ধারাবাহিকতায় এবার কিশোরী ফুটবলারদের লড়াই...