আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হঠাৎ ব্যাটিং ধসের মুখে পড়ে মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তবে শেষদিকে নুরুল হাসান সোহান ও রিশাদের হোসেনের দৃঢ়তায় বাংলাদেশ ম্যাচটা জিতেছিল ইনিংসের ৮ বল আর ৪ উইকেট হাতে রেখে। গতকাল শুক্রবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও প্রায় একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে এক পর্যায়ে ৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে সমর্থকদের মনে ভয় ধরিয়ে দেন ফিল সিমন্সের শিষ্যরা। তাতে শেষ ২ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৯ রান। হাতে মোটে ২ উইকেট। চাপে পড়া বাংলাদেশকে বিপদমুক্ত করতে আবারও ঢাল হয়ে দাঁড়ান সোহান। এবার তাঁকে সঙ্গ দেন শরীফুল। নবম উইকেট জুটিতে দুজনের ৮ বলে অবিচ্ছিন্ন ২১ রানের সুবাদে ইনিংসের ৫ বল ও ২...