জাপানি বিজ্ঞানীরা জেনেটিকস গবেষণায় এক বড় অগ্রগতি অর্জন করেছেন। তারা সফলভাবেমানব কোষ থেকে অতিরিক্ত ২১ নম্বর ক্রোমোজোম মুছে ফেলতে সক্ষম হয়েছেন, যা ডাউন সিনড্রোমের প্রধান কারণ হিসেবে পরিচিত। মিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষকরাCRISPR প্রযুক্তিব্যবহার করে ট্রাইসোমি-২১ কোষের একটি অংশ থেকে তৃতীয় কপি ক্রোমোজোম ২১ অপসারণ করেন। এটি ভবিষ্যতে ডাউন সিনড্রোম চিকিৎসায় নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এই গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মানুষের ওপর কোনো পরীক্ষা...