জনপ্রিয় ব্রিটিশ সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’। বিবিসি ও নেটফ্লিক্সের যৌথ উদ্যোগে নির্মিতব্য এই সিক্যুয়েল সিরিজ আবারও আসছে। এবার দেখা যাবে শেলবি পরিবারের নতুন প্রজন্মকে।সিরিজটি লিখেছেন ও তৈরি করছেন এর স্রষ্টা স্টিভেন নাইট। তিনি জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানো বার্মিংহামকে কেন্দ্র করেই এবারের গল্প। যেখানে দেখা যাবে শহরটির পুনর্গঠন প্রকল্পের মালিকানা নিয়ে শুরু হবে নির্মম প্রতিযোগিতা। যেখানে নতুন প্রজন্মের শেলবিরা এবার হাল ধরবে।প্রতিটি সিজনে থাকছে ছয়টি করে এক ঘণ্টার এপিসোড। ১৯৫৩ সালের প্রেক্ষাপটে নির্মিত সিরিজটি শুট হবে বার্মিংহামের ডিগবেথ লোক স্টুডিওসে।বিবিসির ড্রামা পরিচালক লিন্ডসে সল্ট জানান, ‘পিকি ব্লাইন্ডার্স’ শুরু থেকেই দর্শকদের কাছে গেম-চেঞ্জিং সিরিজ ছিল। নতুন অধ্যায় নিয়েও তিনি আশাবাদী। নেটফ্লিক্সের মোনা কুরেশি বলেন, ‘বিশ্বব্যাপী দর্শকরা আবারও শেলবি পরিবারের গল্পে মুগ্ধ হবেন।’কুডোস এবং গ্যারিসন ড্রামা যৌথভাবে সিরিজটি প্রযোজনা করছে। প্রযোজক...