ভারতীয় সিনেমার প্রযোজক ও তেলেগু সিনেমার পরিবেশক আল্লু অরবিন্দ। তার দুই পুত্রের নাম—আল্লু অর্জুন ও আল্লু সিরিশ। দুজনেই চলচ্চিত্রাভিনেতা। অভিনয় ক্যারিয়ারে আল্লু অর্জুন অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। আল্লু সিরিশও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। তবে বড় ভাই আল্লু অর্জুনের মতো নিজের শক্ত জায়গা গড়ে নিতে পারেননি। আল্লু অর্জুন বেশ আগে স্নেহা রেড্ডির সঙ্গে সংসার বেঁধেছেন। এবার বড় ভাইয়ের পথ অনুসরণ করে সংসারী হতে যাচ্ছেন আল্লু সিরিশ। এ অভিনেতা অনেক দিন ধরে নয়নিকার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। সেই প্রেম পরিণয়ের দিকে নিয়ে যাচ্ছেন। আগামী ৩১ অক্টোবর, আনুষ্ঠানিকভাবে এ জুটি বাগদান সারতে যাচ্ছেন। এ খবর জানানোর পর থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন আল্লু সিরিশ। তারপর থেকে আল্লু অর্জুনের প্রেমিকা নয়নিকাকে নিয়ে কৌতূহল প্রকাশ করছেন নেটিজেনরা। গ্রেটঅন্ধ্র এক প্রতিবেদনে জানিয়েছে, হায়দরাবাদে প্রভাবশালী একটি ব্যবসায়ীক...