শারজার নীরব আকাশ হঠাৎ করেই গর্জে উঠল জাকের আলীর ব্যাটে। অনেকদিন পর তার ব্যাট থেকে এল সেই কাঙ্ক্ষিত ছক্কা, যা যেন শুধু ব্যক্তিগত খরা কাটাল না, দলের জন্যও তৈরি করল জয়ের সেতু। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার ব্যাটিং বাংলাদেশকে শুধু ম্যাচে ফিরিয়ে আনেনি, শেষ পর্যন্ত এনে দিয়েছে সিরিজ জয়ও। বাংলাদেশের ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ২৪ রানের মধ্যে সাজঘরে ফেরেন তিন টপ অর্ডার ব্যাটার। এমন সময়ে শামীম হোসেনকে সঙ্গে নিয়ে দায়িত্ব কাঁধে তুলে নেন জাকের আলী। দুজনের ব্যাট থেকে আসে ৫৬ রানের জুটি, যা ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখে ২ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। ব্যক্তিগত ইনিংসে জাকের খেলেছেন ২৫ বলে ৩৩ রানের কার্যকরী এক ইনিংস। মাঝারি মানের ইনিংস হলেও...