নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে রাজনৈতিক নেতাদের বিকৃত ছবি শেয়ারের জেরে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনার পর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার সদস্যপদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া জানান, ইলিয়াস হোসেন অসাবধানতাবশত ছবিটি শেয়ার করেন এবং পরে তা মুছে ফেলেন। তার দাবি, মোবাইল ফোনটি পরিবারের অন্য সদস্যরাও ব্যবহার করেন, যার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। সংঘর্ষের আগে বিষয়টি আলোচনার মাধ্যমে...