প্রচলিত আছে বাংলাদেশের খেলা হৃদরোগীদের জন্য দেখা একদমই উচিত নয়। কেননা দর্শকদের আবেগের সর্বোচ্চ ব্যবহার হয়ে থাকে টাইগারদের টানটান উত্তেজনাকর ম্যাচে। অনেক সময় সহজ ম্যাচেও নাটকীয়তা শেষে জয় তুলে নেয় বাংলাদেশ। এবার দলটির প্রধান কোচ স্বীকার করলেন, এমন জয় স্বাস্থ্যের জন্য ভালো নয়। গতকাল টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। শেষ দিকে ১৯ রান প্রয়োজন থাকতে অষ্টম উইকেটের পতন ঘটে টাইগারদের। আর এতে দুশ্চিন্তা ভর করে সকল ভক্ত সমর্থকদের মনে। তবে এ যাত্রায় নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের ব্যাটে শেষ ওভারে ২ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও শেষ দিকে এসে জয়ের দেখা পেয়েছিল জাকের-শামীমরা। বারবার এমন উত্তেজনাকর ম্যাচ অনেক দর্শকের হার্টের অবস্থা কাহিল করে ফেলছে। এরপর...