টি-টোয়েন্টি ক্রিকেটের পারফরম্যান্সে সাইফ হাসানের ওয়ানডের দরজা খুলে গেল। শুধু সাইফ নন, নুরুল হাসান সোহানও ডাক পেয়েছেন ওয়ানডে দলে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ৫ অক্টোবর তৃতীয় ম্যাচ শেষে দুই দল তিনটি ওয়ানডে খেলবে। ওই সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচ সিরিজের ম্যাচগুলো। প্রথমবারের মতো ওয়ানডে সংস্করণে জাতীয় দলে সুযোগ পেয়েছেন সাইফ হাসান। এশিয়া কাপে ৪ ম্যাচে ১৭৮ রান করেন সাইফ। গতকাল ১৮ রান করে রাখেন অবদান। ফর্মে থাকা এই খেলোয়াড়কে সুযোগ দেয়া ছাড়া উপায় ছিল না। বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। তার জায়গাতেই নেয়া হয়েছে সাইফকে। লিটন কুমার দাসের চোটে দলে ফিরছেন কিপার-ব্যাটসম্যান নুরুল...