সবশেষ ২০২৪ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ‘বিতর্কিত’ ওই নির্বাচনে সভাপতিসহ চারটি পদে বিএনপির আইনজীবীরা নির্বাচিত হন। সম্পাদকসহ ১০টি পদে আওয়ামীপন্থি আইনজীবীদের বিজয়ী ঘোষণা করা হয়। একই বছরের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামীপন্থি আইনজীবী নেতারা সুপ্রিম কোর্টে আসা বন্ধ করে দেন। এ সময় সাময়িক সময়ের জন্য সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। ২০২৫ সালের মার্চ আগেই তাদের সুপ্রিম কোর্ট বারের নির্বাচন দেওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এডহক কমিটি দিয়ে চলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সর্বোচ্চ আদালতের অধিকাংশ আইনজীবী বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না। ডাকসু নির্বাচনের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের দাবিতে সরব হয়ে উঠেছেন আইনজীবীরা। নির্বাচনের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে পোস্ট...