জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আর নেই। শুক্রবার রাত সাড়ে নয়টায় ঢাকার পুরান অংশের এক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত বারোটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় ছাত্রদল, ছাত্রশিবির ও ডাকসুর নেতারা উপস্থিত ছিলেন। জানাজায় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, কেন্দ্রীয় সংসদের আমানুল্লাহ আমান, জবি ছাত্রদলের প্রাক্তন নেতারা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম, জবি ছাত্রশিবিরের সদস্যরাও। ঢাকার ডাকসু থেকে সহ-সভাপতি আবু সাদিক (সাদিক কায়েম) ও সহকারী সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানও জানাজায় এসেছিলেন। হাসিবের সহপাঠী ড্যানি জানিয়েছেন, পবিত্র জুমার দিনে মারা গেছেন তার বন্ধু; তিনি আল্লাহর কাছে মহানুভবতা ও জান্নাত কামনা করেছেন। আমানুল্লাহ আমানুল বক্তব্যে বলেছেন, সবাইকে জীবন-মৃত্যুর ব্যাপারে প্রস্তুতি নিয়ে চলতে হবে এবং তারা মরহুমের...