আকাশপ্রেমীদের জন্য চলতি অক্টোবর মাসে বিরল এক মহাজাগতিক উৎসব অপেক্ষা করছে। একই রাতে আকাশে দেখা যেতে পারে দুটি উজ্জ্বল ধূমকেতু আর উল্কাবৃষ্টি।সম্প্রতি সূর্যের কাছে নতুন ধূমকেতু ‘কমেট সি/২০২৫ আর২’ (সোয়ান আর২) দেখা গেছে। এটি প্রায় ২২ হাজার বছর পর সূর্যের কাছে এসেছে এবং ২১ অক্টোবর পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। বিজ্ঞানীরা আশা করছেন, খালি চোখেই এটি দেখা যাবে।একই সময়ে আরেকটি ধূমকেতু ‘কমেট সি/২০২৫ এ৬’ (লেমন)-ও পৃথিবীর কাছে আসবে। এটিও খালি চোখে দেখা যেতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের।এর পাশাপাশি ২০ ও ২১ অক্টোবর রাতজুড়ে আকাশে হবে ওরিয়নিড উল্কাবৃষ্টি, যেখানে প্রতি ঘণ্টায় প্রায় ২০টি উল্কা দেখা যাবে। বিশেষ সুবিধা হলো, ২১ অক্টোবর থাকবে অমাবস্যা, ফলে আকাশ একেবারেই অন্ধকার থাকবে।তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, ধূমকেতু অনিশ্চিত স্বভাবের—সূর্যের তাপে ভেঙেও যেতে পারে। তা সত্ত্বেও ২০...