আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শেষ দিকে যখন মনে হচ্ছিল বিপদ ঘটতে পারে তখন দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে এসেছেন নুরুল হাসান সোহান। তার এমন দায়িত্বশীল ব্যাটিংয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। এদিন ১৪৮ রানে টার্গেট করতে নেমে শেষ দিকে ২১ বলে ৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সোহান। অধিনায়ক জাকের আলী ও শামীম হোসেন পাটোয়ারী ফিরে যাওয়ার পর দলের একমাত্র ভরসা হিসেবে ছিলেন তিনি। আর ভরসা প্রতিদান বেশ ভালোভাবেই দিয়েছেন সোহান। ম্যাচ শেষে তার প্রশংসা করেছেন সিমন্স। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সোহানের ইনিংস নিয়ে টাইগার কোচ বলেছেন, ‘আজকে সে (সোহান) দারুণ ইনিংস খেলেছে। এমন জায়গায় যখন জাকের-শামীম ফিরে গেল, সে সেখান থেকে আমাদের হয়ে খেলাটা শেষ করে আসলো। ব্যাটারদের...