ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি, যিনি বর্তমানে ফেসবুকে সর্বাধিক অনুসারী (১৬ মিলিয়ন) অর্জনকারী তারকা, এবার অংশ নিচ্ছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর ১০ম পর্বে। বিশেষ এই পর্বটি সম্প্রচারিত হবে ৪ অক্টোবর, শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। প্রায় ১০০ মিনিটব্যাপী এই বিশেষ আয়োজনে প্রথমবারের মতো নিজের জীবনের অজানা কিছু গল্প শোনাবেন পরীমণি। আগের থেকে অনেক বেশি পরিণত ভাবেই তিনি জানান, সাবেক স্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন কুমার শানু“এখন আমি অনেক ভেবেচিন্তে কাজ করি, যা আগে কখনও করতাম না।” পরীমণি বলেন, তার এই পরিবর্তনের প্রধান কারণ সন্তানরা। তিনি বলেন, “এতদিন আমার কোনও সঞ্চয় ছিল না। কিন্তু এখন আমি মাসে নিয়মিত সঞ্চয় করি আমার সন্তানদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ...