এবার ইসরায়েলের ফুটবলকে নিষিদ্ধ করতে ইউরোপিয়ান ফুটবল সংস্থার (উয়েফা) প্রেসিডেন্ট আলেকজান্দার শেফেরিনকে চিঠি দিয়েছেন ৩০ আইনজীবী। চিঠিতে ফিলিস্তিনের ওপর চলমান বর্বরতা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েল জাতীয় ও ক্লাব দল এবং ফুটবলারদের ওপর নিষেধাজ্ঞা প্রদানের আহ্বান জানানো হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘উয়েফা নির্বাহী কমিটি এবং সদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা আন্তর্জাতিক আইন অনুসারে তাদের দায়িত্ব পালন করুক। অবিলম্বে ও সম্পূর্ণভাবে ইসরায়েলি ফুটবলকে নিষিদ্ধ করুক। যতক্ষণ না ফিলিস্তিন এবং ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত হয়। ততদিন পর্যন্ত জাতীয় দল, ক্লাব দল এবং খেলোয়াড়দের নিষিদ্ধ করা হোক। আমরা জাতিসংঘের বিশেষজ্ঞদের সঙ্গে একমত যে উয়েফা আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীন এবং জাতিসংঘের ব্যবসা ও মানবাধিকার সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে বাধ্য।’আরও বলা হয়েছে, ‘২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর প্রকাশিত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের...