ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগেই রাতের নামাজ বা তাহাজ্জুদের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছিল। হজরত মুহাম্মাদ (সা.)– এর প্রতি শুরুতে নির্দেশ ছিল রাতের দীর্ঘ অংশ আল্লাহর ইবাদতে কাটানোর। পরবর্তীতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়, যা মুমিনের পরিচয়ের মূল ভিত্তি। তবে ফরজ নামাজের পর যে নামাজকে সবচেয়ে মর্যাদাপূর্ণ বলা হয়েছে, সেটিই তাহাজ্জুদ। সহীহ মুসলিমে বর্ণিত এক হাদিসে হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন— “রমজানের পর সর্বোত্তম রোজা হলো মুহাররম মাসের রোজা, আর ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ।” (সহীহ মুসলিম, হাদিস ২৭২৫) কুরআনের বিভিন্ন আয়াতেও রাতের নামাজের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। বর্ণিত আছে, যারা নিয়মিত তাহাজ্জুদ আদায় করেন, আল্লাহ তাদের জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করাবেন। ইতিহাসে দেখা যায়, প্রিয় নবীর সাহাবায়ে কেরাম...