সাতক্ষীরার শ্যামনগরে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। কমিটি নির্বাচনে জাল ভোটদানে বাধা দেওয়ায় প্রতিপক্ষ তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় নুরনগর ইউনিয়নের আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শহিদুল্লাহ (৩৪) ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী শাহাদাৎ হোসেন সরদারের ছেলে। হামলাকারী শাহজালাল (২৪) আট নম্বর ওয়ার্ডের ছোট শ্যামনগর গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহাদাৎ হোসেনের প্রতিপক্ষ বাদশা ঢালীর পক্ষে শাহজালাল একাধিকবার ভোট দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে আটক করলে তিনি শহিদুল্লাহকে ছুরিকাঘাত করেন। শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গোলাম আলমগীরের ভাষ্য, শুক্রবার বিকেলে আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে নুরনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সম্মেলন হয়। কেন্দ্রের নির্দেশনা ছিল, প্রতিটি ওয়ার্ডের সম্মেলন আলাদা কেন্দ্রে করার। কিন্তু একই কেন্দ্রে সব ওয়ার্ডের সম্মেলন...