‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র মানবিক সহায্যবাহী নৌযানগুলোর বিশাল বহরের আটকে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্ব। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই দেশে দেশে বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে পরদিনই বহরের শেষ নৌযানটিকেও আটক করে ইসরাইল। ৪৪ দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী নিয়ে ছুটে চলা ৫০টিরও বেশি নৌবহরের শেষ নৌকাটিই ছিল ম্যারিনেট। শুক্রবার সকাল ১০.২৯ মিনিটে (স্থানীয় সময়) গাজা উপকূলের কাছে আসতে ম্যারিনেটকে জিম্মি করে ফেলে ইসরাইলের নৌবাহিনী। জোর করে উঠে যায় ম্যারিনেটে (ভিডিও ফুটেজে দেখা)। আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইসরাইলের সর্বশেষ এই আগ্রাসী হানা দুমড়ে-মুচড়ে দিয়েছে বিশ্ব মানবাধিকারকর্মীদের গাজার অবরোধ ভাঙার এক মাসেরও বেশি সময়ের নৌ-প্রচেষ্টা। তবু হার মানছে না ফ্লোটিলা। গাজা অভিমুখে নতুন করে আরও ১১টি নৌকার একটি ছোট বহর পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্লোটিলার আরেক অঙ্গসংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। এই বহরেরই...