সাম্প্রতিক সময়ের জীবনের সঙ্গে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক এতটাই গভীর হয়ে গেছে যে, দিনের প্রতিটি মুহূর্তে আমরা কোনো না কোনোভাবে এর সংস্পর্শে থাকি। তবে লক্ষ্য করা যায়, ব্যবহারকারীদের বড় একটি অংশ দিনের বেলা খুব একটা সক্রিয় না থাকলেও গভীর রাতেই বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটান। বিশেষ করে তরুণ প্রজন্ম রাতকে তাদের অনলাইন জীবনের প্রধান সময় হিসেবে বেছে নিয়েছে। এই প্রবণতার পেছনে রয়েছে নানা ধরনের সামাজিক, মানসিক ও প্রযুক্তিগত কারণ। দিনের বেলায় অনেকের পড়াশোনা, চাকরি, ব্যবসা বা পারিবারিক কাজের চাপ থাকে। ফলে তারা ইচ্ছা থাকলেও দীর্ঘ সময় ধরে সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকতে পারেন না। কিন্তু রাত গভীর হলে চারপাশের পরিবেশ নীরব হয়ে যায়, কাজের চাপও কিছুটা হালকা হয়। তখন অনেকেই অবসর কাটানোর জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে যুক্ত হন।...