ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানগুলো থেকে ধরে নেওয়া অধিকারকর্মীদের ইসরায়েলি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে খাবার ও চিকিৎসাসেবা দেয়নি বলে জানিয়েছে ইসরায়েলে আরব সংখ্যালঘুদের নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা ‘আদালাহ’। এ নিয়ে বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে একটি বিবৃতি প্রকাশ করেছে তারা। বিবৃতিতে বলা হয়, আশদোদ বন্দরে প্রবেশের সুযোগ দিতে আদালাহের আহ্বান বারবার খারিজ করে দিয়েছিল ইসরায়েলি পুলিশ। তবে শেষ পর্যন্ত বন্দরটিতে প্রবেশ করতে সক্ষম হন সংস্থাটির সদস্যরা। সেখানে ইসরায়েলের হাতে আটক থাকা ৩৩১ জন অধিকারকর্মীকে পরামর্শ দিয়েছেন তাঁরা। অনেক অধিকারকর্মীকে হয়রানি ও হুমকি দেওয়া হয়েছে। এমনকি ঘুমের মধ্যে সহিংস আচরণ করে ঘুম থেকে তোলা হয়েছে। এ ছাড়া বুধবার প্যারিসের সায়েন্সেস পো ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইনবিশেষজ্ঞ ওমের শাৎজ যে শঙ্কা করেছিলেন, তা সত্যি হয়েছে। আদালাহ জানিয়েছে, আটক অধিকারকর্মীদের ইসরায়েলের নেগেভ অঞ্চলে...