দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ এবার মিশন শুরু করেছে পাকিস্তানকে হারিয়ে। বৃহস্পতিবার কলম্বোতে পাকিস্তানকে ১২৯ রানে আটকে দিয়ে বাংলাদেশ ম্যাচটা জেতে ৭ উইকেটে। ম্যাচটিতে দুর্দান্ত গতি আর চোখ ধাঁধানো সুইংয়ে প্রথম ওভারেই জোড়া শিকার করেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। দুবারই স্টাম্প ভেঙেছেন প্রথম বিশ্বকাপ খেলতে নামা মারুফা। তার সেই জোড়া শিকারের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিউ কোটি ছাড়িয়েছে। মারুফার স্বপ্নের দুই ডেলিভারিতে ছড়িয়েছে মুগ্ধতা। তার গুণকীর্তনে ব্যস্ত বড় বড় তারকারাও। তার প্রথম শিকারকে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গা বলছেন এখন পর্যন্ত চলতি বিশ্বকাপের সেরা ডেলিভারি। ভারতের সাবেক অধিনায়ক মিতালী রাজও মারুফাকে ভাসিয়েছেন ভূয়সী প্রশংসায়। ম্যাচের প্রথম ওভারের পঞ্চম বলে দারুণ ইনসুইংয়ে পাকিস্তানি ওপেনার ওমাইমা সোহেলের উইকেট ভেঙে দেন মারুফা। পরের বলেই আরেকটি চমৎকার ডেলিভারিতে ইনসাইড এইজে...