গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার বিষয়ে জবাব দিয়েছে হামাস। শুক্রবার (৩ অক্টোবর) আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে হামাসের একটি সূত্র। ট্রাম্প রোববারের মধ্যে প্রস্তাবের জবাব দিতে বলেছিলেন। এর একদিন আগেই হামাস তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো। এক বিবৃতিতে হামাস ঘোষণা করেছে যে তারা দখলদার বাহিনীর সব বন্দিকে- জীবিত এবং মৃতদেহ উভয়কেই মুক্তি দিতে সম্মত হয়েছে। এটি করা হবে ট্রাম্পের প্রস্তাবে বর্ণিত বিনিময় সূত্র অনুযায়ী। তবে এক্ষেত্রে মাঠপর্যায়ের প্রয়োজনীয় শর্ত পালন নিশ্চিত করতে হবে। আরও পড়ুনশান্তি প্রস্তাব মেনে নিতে হামাসকে দুদিন সময় দিলেন ট্রাম্পগাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে এতে আরও জানানো হয়, বন্দি বিনিময়ের বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত হামাস। এছাড়া সংগঠনটি ঘোষণা করেছে, তারা গাজার প্রশাসন একটি...