চলতি মাসেই যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১৩ অক্টোবর। এ দুই ম্যাচ সামনে রেখে শুক্রবার (৩ অক্টোবর) ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। স্বাভাবিকভাবেই দলে আছেন অধিনায়ক লিওনেল মেসি। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ। প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন মিডফিল্ডার অ্যানিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস। এছাড়া দীর্ঘদিন পর ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সী এই খেলোয়াড় সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালের জুনে। বর্তমানে ব্রাজিলের পালমেইরাস ক্লাবে খেলা অ্যানিবাল মরেনো মাঝমাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে আসছেন। তারই পুরস্কার হিসেবে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পেলেন তিনি।...