প্রকৃতি যেন তার সবটুকু দিয়ে সাজিয়েছে দক্ষিণ উপকূল। যদিও এর মধ্যে শুধু কুয়াকাটাকেই চেনে সবাই। কিন্তু এই কুয়াকাটা ছাড়াও বরিশাল, পটুয়াখালী, বরগুনায় রয়েছে আরও চৌদ্দটি সমুদ্রসৈকত। যার কয়েকটির সঙ্গে আছে সংরক্ষিত বনাঞ্চল আর কয়েকটি নদীর মোহনা। এতগুলো সৈকতই শুধু নয়, কুয়াকাটা ঘুরতে আসা পর্যটক চাইলেই দেখে আসতে পারেন সুন্দরবন। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, শুধু দক্ষিণ উপকূল ঘিরেই রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। যে সম্ভাবনা কাজে লাগানো গেলে ঘুরে যাবে বরিশাল তথা পুরো দেশের অর্থনীতির চাকা। তবে দুঃখজনক হলেও সত্য, এসব সৈকত নিয়ে এখন পর্যন্ত কোনো সমন্বিত পরিকল্পনা নেই সরকারের। পর্যটকরা তাদের নিজস্ব উদ্যোগে এসব জায়গায় গেলেও পর্যটক আকর্ষণের জন্য আজ পর্যন্ত কিছুই করেনি পর্যটন মন্ত্রণালয়। বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওসার বলেন, ‘কুয়াকাটা ও তার আশপাশের কয়েকটি সৈকত নিয়ে স্থানীয় পর্যায়ের সমন্বিত একটি...