মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি সাড়া দিয়ে আংশিকভাবে সেগুলো গ্রহণ করেছে হামাস, তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ‘তারা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে থাকা বিনিময় সূত্র অনুসারে জীবিত সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে’-যদি বিনিময়ের জন্য ক্ষেত্রগত শর্ত পূরণ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (৫ অক্টোবর) ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত গাজার জন্য মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণ করার জন্য হামাসকে সময়সীমা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই এ ঘোষণা আসে। শান্তি পরিকল্পনায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করার এবং হামাস কর্তৃক আটক ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে - এবং মৃত বলে মনে করা জিম্মিদের দেহাবশেষ ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যার বিনিময়ে শত শত গাজাবাসীকে মুক্তি দেওয়া হবে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে,...