জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবের আকস্মিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পুরান ঢাকার একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসিব জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়। প্রত্যক্ষদর্শী জবি শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহমুদ বলেন, “আমরা একসঙ্গে রেস্টুরেন্টে খাচ্ছিলাম। এ সময় হাসিব ভাই বলছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না। আমি তাকে পানি খেতে দেই, কিন্তু পানি মুখে নিতেই তিনি হঠাৎ পড়ে যান। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন।” ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন জানান, “তাকে যখন আনা হয়, তখন পালস ছিল খুবই...