শারজায় শেষ মুহূর্তে নাটকীয়তায় ভরপুর ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য টপকে টাইগাররা জিতেছে ২ উইকেট হাতে রেখে, ৫ বল বাকি থাকতে। এই জয়ের মাধ্যমে সিরিজও নিজেদের করে নিলো সাকিববিহীন বাংলাদেশ দল। শুক্রবার রাতে আফগানিস্তানের ৫ উইকেটে ১৪৭ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে টাইগাররা। মাত্র ২৪ রানে হারায় ৩ উইকেট। তবে জাকের আলী ও শামীম হোসেনের ৫৬ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়। জাকের ২৫ বলে ৩৩ আর শামীম করেন ২২ বলে ৩৩ রান। তবে তাঁদের বিদায়ের পর আবারও চাপ তৈরি হয়। ১৮ ওভার শেষে হাতে ছিল মাত্র ২ উইকেট, দরকার ছিল ১৯ রান। ঠিক তখনই দৃশ্যপটে আসেন নুরুল হাসান ও শরীফুল ইসলাম। নুর আহমেদের করা ১৯তম ওভার থেকে তারা নেন ১৭ রান। নুরুল খেলেন...