আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু টাইগারদের কোচ ফিল সিমন্সের চোখে এই জয় শুধু আনন্দ নয়, ভেতরে ভেতরে একটা ধাক্কাও।কারণ শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের উত্তেজনায় যেন সবার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল কয়েকগুণ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমন্সের কণ্ঠে শোনা গেল স্বস্তি, তবে ছিল শঙ্কাও। তিনি বলেন, “প্রথমে বলব ম্যাচ দুর্দান্ত ছিল। গতকালের ম্যাচ থেকে অনেক ভালো হয়েছে। আজ উইকেট অনেক সময় ধরে ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। ফলে অনেক বেটার ম্যাচ হয়েছে। ” এরপরই তিনি ম্যাচের নায়ক নুরুল হাসান সোহানের প্রসঙ্গে আসেন। সিমন্স বলেন,“আজকে সে দারুণ ইনিংস খেলেছে। এমন জায়গায় যখন জাকের-শামীম ফিরে গেল, সে সেখান থেকে আমাদের হয়ে খেলাটা শেষ করে আসছে। ব্যাটারদের থেকে এটাই চাওয়া থাকবে আমার। যখনই সুযোগ আসবে, তখনই যেন দায়িত্ব নিয়ে আমাদের...