যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব না মানলে হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত চূড়ান্ত সময়সীমা ঘোষণা করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি হামাস চুক্তি প্রত্যাখ্যান করে, তবে এমন সামরিক অনুপ্রবেশ শুরু হবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প স্পষ্ট করে বলেন, “মধ্যপ্রাচ্যে শান্তি যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করা হবে, সহিংসতা আর চলতে দেওয়া যাবে না। জিম্মিদের মুক্তি দিতে হবে এবং রক্তপাত বন্ধ করতে হবে।” ট্রাম্প দাবি করেন, প্রতিটি গুরুত্বপূর্ণ দেশ এই শান্তি পরিকল্পনায় স্বাক্ষর করেছে। তাই হামাসের সামনে এটাই শেষ সুযোগ। তিনি আরও বলেন, “হামাসের লুকিয়ে থাকার জায়গাগুলো সবারই জানা। আমাদের সামরিক বাহিনী কেবল নির্দেশের অপেক্ষায়।”...