স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অদ্ভুতুড়ে সিদ্ধান্তে ভুগতে হচ্ছে জাতীয় দলকে। এশিয়ান কাপ বাছাইয়ে খেলা দুই ম্যাচে চোখ রাখলে বিষয়টা পরিষ্কার বোঝা যাবে। সস্তা টিকিটাকা টোটকা এ দেশের ফুটবলে বাস্তবায়ন করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলছেন কোচ। পজিশনে অদ্ভুত সব পরিবর্তন করিয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস তলানিতে নিয়ে যাচ্ছেন। কোচের এমন আচরণে শঙ্কা জাগছে ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটা নিয়েও। বিশ্ব ফুটবলে একটা সময় খেলার ধরন হিসেবে টিকিটাকা ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত ফুটবলে বিশ্ব একচেটিয়া রাজত্ব করেছে স্পেন জাতীয় দল এবং বার্সেলোনা এই টিকিটাকায় ভর করে। সে সময় ফুটবলের এই সফল টোটকা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে শত শত স্প্যানিশ কোচের আবির্ভাব ঘটে। শীর্ষ পর্যায়ের কোচরা ইউরোপের বিভিন্ন দেশে, বড় বড় ক্লাবে জায়গা করে নেন। লুইস এনরিকে, উনাই এমরি, টিটো ভিলানোভা, আর্নেস্ত...