টানা চতুর্থ দিনের মতো শাটডাউনে থাকা পাকিস্তান-শাসিত কাশ্মীরে আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে বৃহস্পতিবার পর্যন্ত তিন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে বৃহস্পতিবার একটি প্রতিনিধি দলকে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরবাদে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। তারা আন্দোলনকারীদের প্রতিনিধি—জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এই কমিটির নেতৃত্বে রয়েছেন শওকত নওয়াজ মির। ৩৮ দফা দাবি নিয়ে তাদের ডাকে গত ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয় অবরোধ কর্মসূচি। অন্যদিকে আন্দোলন দমাতে কেন্দ্রীয় সরকার এলাকাটি কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। সেখানকার বাসিন্দারা ২৮ সেপ্টেম্বর থেকে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত। গত দুই বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো এ ধরনের বিক্ষোভ দানা বাঁধল পাকিস্তান শাসিত...