ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে শনিবার (৪ অক্টোবর) মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময়ে দেশের সব নদী ও সমুদ্রে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কুয়াকাটা, মহিপুর ও আলীপুরের গভীর সমুদ্রগামী জেলেরা এ সময়ে মাছ ধরা বন্ধ রাখার সব প্রস্তুতি নিয়েছেন। নিরাপদে নিয়েছেন তাদের মাছধরা ট্রলার। প্রয়োজনীয় মেরামতের কাজও এ সময় সেরে নেবেন, স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে এ প্রস্তুতির বিষয়ে জানা গেছে। নিষেধাজ্ঞার সময়ে প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, সরকারের দেওয়া নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। অভিযানের এ সময়ে সঠিক...