লক্ষ্মীপুরে নিখোঁজ হওয়ার একদিন পর খাল থেকে ইউছুফ হোসেন (৪৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দালাল বাজার-পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয় এক যুবক খালে মাছ শিকার করতে গিয়ে বাঁশ গাছের নিচে ইউছুফের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতের ছেলে মো. শাকিল ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘বাবার পা গামছা দিয়ে বাঁধা ছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের পারিবারিক জমি বণ্টন নিয়ে চাচারদের (নিহতের ভাই) সঙ্গে বিরোধ রয়েছে। এছাড়া আর কারও সঙ্গে বাবার কোনো বিরোধ নেই।’ নিহতের স্বজন...