নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে জমকালো এক অনুষ্ঠানে হাজির হলেন পাঁচ বিশ্বকাপজয়ী জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ এবং ফ্রান্সের জিনেদিন জিদান। জিদান এলেন সবার শেষে। তাদের সবার হাতে একটি ফুটবল। ভিডিও ধারণ করলেন কাফু। এত আয়োজন কীসের? একটু পরই অনুষ্ঠানের সঞ্চালক ঘোষণা করলেন, ‘এখন আমি আপনাদের সামনে ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল ট্রাইওন্ডাকে উপস্থাপন করছি।’ এভাবেই ২০২৬ বিশ্বকাপের বল উন্মোচন করেছে ফিফা। বলটি বানিয়েছে অ্যাডিডাস। এ নিয়ে টানা ১৫ বারের মতো ফিফা বিশ্বকাপের বল সরবরাহ করছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে, তাই বলটিতে এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে। পরে ট্রাইওন্ডা নিয়ে লিওনেল মেসি, লামিন ইয়ামাল, জুড বেলিংহ্যামের কসরত করা ছবি প্রকাশ করে...