ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে আনারস প্রতীকে প্রার্থী দেবে লেবার পার্টি। দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার নয়াপল্টন কার্যালয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশনে নিবন্ধিত লেবার পার্টি শীঘ্রই প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করবে এবং ২৪ অক্টোর ঢাকায় দলের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।সভায় ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, লেবার পার্টি আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জন্মলগ্ন থেকে রাজপথে লড়াই-সংগ্রাম করছে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে লেবার পার্টির একাধিক সদস্যকে সংসদে পাঠাতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।লেবার পার্টির নিবন্ধন প্রাপ্তিতে দলীয় নেতাকর্মী ও শুভনুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. ইরান বলেন, আমরা আনারস মার্কা নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত খাই খাই রাজনীতি ও...