২০১৭ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার (ইউএসসি) কাছ থেকে মানুষের লাশ কিনতে একটি নোটিস দাখিল করে মার্কিন নৌবাহিনী। তাদের উদ্দেশ্য—এসব লাশের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ট্রমার অস্ত্রোপচারের প্রশিক্ষণ দেওয়া। ওই নোটিসের পর থেকে ইউএসসিকে ৮৯টি লাশের বিনিময়ে ৮ লাখ ৬০ হাজার ডলারের বেশি অর্থ পরিশোধ করে মার্কিন নৌবাহিনী। এসব লাশের মধ্যে ৩২টি ব্যবহার করা হয় লস এঞ্জেলেস জেনারেল মেডিকেল সেন্টারে; আইডিএফকে প্রশিক্ষণ দিতে। লাশ কেনাবেচার এ খবর দিয়ে ‘ইউএসসি অ্যানেনবার্গ মিডিয়ার’ খবরে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়টির সঙ্গে মার্কিন নৌবাহিনীর একটি চুক্তি এখনও চলমান রয়েছে। ইউএসসি অ্যানেনবার্গ মিডিয়াটি ইউনিভার্সিটি অব সাউদার্থ ক্যালিফোর্নিয়ার অ্যানেনবার্গ স্কুল ফর কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের অধীনে পরিচালিত একটি সংবাদমাধ্যম। পেশাদার সংবাদমাধ্যমটি বলছে, বর্তমান চুক্তির অধীনে মার্কিন নৌবাহিনী চাইলে আরও ২ লাখ ২৫ হাজার ডলারের লাশ...