ব্যক্তি স্বার্থে কেউ যেন বিএনপিকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সেলিমুজ্জামান বলেন, “দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিতে ঘরে বসে থাকলে হবে না। কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেজন্য প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, ব্যক্তি পছন্দ থাকলেও দলের যেকোনও সিদ্ধান্ত মেনে নিতে হবে। ধানের শীষের সমর্থকদের উদ্দেশে তিনি আহ্বান জানান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে। এর মাধ্যমেই মানুষ জানতে পারবে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে দেশ কীভাবে পরিচালিত হবে এবং উন্নয়নের...