আল্লাহর ইবাদতই মানুষের মূল দায়িত্ব। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য।’ (সুরা জারিয়াত ৫৬) মহান আল্লাহ আরও বলেন, ‘তাদের এ ছাড়া অন্য কোনো হুকুমই দেওয়া হয়নি যে, তারা আল্লাহর ইবাদাত করবে খাঁটি মনে একনিষ্ঠভাবে তার আনুগত্যের মাধ্যমে। আর তারা নামাজ কায়েম করবে, জাকাত দেবে। আর এটাই সঠিক সুদৃঢ় দ্বীন।’ (সুরা বায়্যিনাহ ৫) সব নবী ও রাসুলকে প্রেরণ করা করা হয়েছিল মানবজাতিকে আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেওয়ার জন্য। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘আর আমি অবশ্যই প্রত্যেক জাতির কাছে রাসুল পাঠিয়েছি যাতে (তাদের কাছে সে দাওয়াত দিতে পারে) তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে (বহু মাবুদ) বর্জন করো।’ (সুরা নাহল ৩৬) পৃথিবীতে মানুষের মূল দায়িত্ব হলো আল্লাহর ইবাদত...