বঙ্গোপসাগরে লক্ষ্মীপুরের এক জেলের জালে প্রায় সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে; যা বিক্রি করে তিনি পেয়েছেন ১০ হাজার টাকা। শুক্রবার দুপুরে জেলার রামগতির মাছঘাটের আড়তে ডাকে (নিলাম) বড় আকারের মাছটি ১০ হাজার টাকায় কিনেছেন এক পাইকারি ব্যবসায়ী। রামগতির মফিজ মাঝির জালে বৃহস্পতিবার কোনো এক সময়ে ধরা পড়া মাছটি হেলাল ব্যাপারীর আড়ত থেকে নিলামে কিনেছেন অজি উল্যাহ নামে এক মাছ ব্যবসায়ী। মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুর আগের দিন এ খবর মাছের আড়তে বিশেষ আলোচনা তৈরি করেছে। শুক্রবার মধ্যরাত থেকে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এর আগে লক্ষ্মীপুরের মাছঘাটগুলোতে দিনব্যাপী ইলিশ ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে। সাড়ে তিন কেজির ইলিশ পেয়ে উৎফুল্ল মফিজ মাঝি বলেন, ১০ জন জেলেকে নিয়ে তি দিন...