জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হঠাৎ মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে শেষবার দেখতে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম। এর আগে রাতের খাবারের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন স্টার কাবাব রেস্তোরাঁয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে বসেছিলেন হাসিবুর। হঠাৎ তিনি খিঁচুনিতে আক্রান্ত হলে দ্রুত তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত...