জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে সিলেটে আউটার স্টেডিয়ামে ইরফান শুক্কুরের ব্যাটে চড়ে চট্টগ্রাম ১৩৮ রানের সংগ্রহ পায়। ১২ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় পায় রংপুর। ম্যাচসেরা হন নাসির। পরের ম্যাচে ব্যাটে ঝলক দেখান এনামুল হক বিজয়। বিজয়ের দিনে জয় পেয়েছে খুলনাও। বরিশালকে তারা হারায় ৮ উইকেটে। চট্টগ্রামের হয়ে ইরফান শুক্কুর ৪৬ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬৪ রান করেন। বাকিরা তেমন কিছু করতে পারেনি। ইরফানের ইনিংসও হার ঠেকাতে পারেনি চট্টগ্রামের। রংপুরের হয়ে আবদুল গাফফার ৩ ও মুশফিক হাসান ২ উইকেট নেন। রান তাড়ায় ১২ রানে প্রথম উইকেট হারালেও ওপেনার জাহিদ জাভেদ ও নাসির হোসেনের ব্যাটে জয়ের ভিত গড়ে রংপুর। ৪ ওভার হাত ঘুরিয়ে এক উইকেট পেলেও নাসির হোসেন দিয়ে ফেলেছিলেন ৩৮ রান। পরে অবশ্য ব্যাট হাতে পুষিয়ে দেন।...