ফিলিস্তিনের জন্য সভাপতির সে পদ ছেড়ে দিয়েছে বাংলাদেশ সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জাতিসংঘের ৮০তম সম্মেলনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হবার জন্য বাংলাদেশ প্রার্থী হওয়া সত্ত্বে ফিলিস্তিনের জন্য সভাপতির সে পদ ছেড়ে দিয়েছে বাংলাদেশ। ইচ্ছে করেই ফিলিস্তিনের প্রতিদ্বন্দ্বী হয়নি বাংলাদেশ। বাংলাদেশের সাধারণ পরিষদের সভাপতির পদ মুসলিম দেশটির জন্য ছেড়ে দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় অবস্থিত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ।শুক্রবার বাংলাদেশের ফিলিস্তিনের দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস নোটে দেশটির দূতাবাস এ কৃতজ্ঞতা প্রকাশ করে।ফিলিস্তিন দূতাবাস বার্তায় আরও উল্লেখ করে, প্রার্থিতা প্রত্যাহারের এই মহৎ পদক্ষেপটি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং অটল সংহতির প্রতিফলন ঘটায়, যা আমাদের দুই জাতির মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে পুনর্নিশ্চিত করে।উল্লেখ্য, ফিলিস্তিনের সমর্থনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের...