ইরানের সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রী আব্বাস সালেহি বলেছেন, ইরান চাইলে আগেই পারমাণবিক বোমা বানাতে পারত, কিন্তু তেহরান কখনো পারমাণবিক শক্তিকে ‘অশান্তিপূর্ণ উদ্দেশ্যে’ ব্যবহার করার চেষ্টা করেনি।শুক্রবার (৩ সেপ্টেম্বর) রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, স্প্যানিশ সংবাদপত্র এল পাইসের সঙ্গে এক সাক্ষাৎকারে সালেহি এ কথা জানান।তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের জন্য নৈতিক, ধর্মীয় এবং আইনি দৃষ্টিকোণ থেকে পারমাণবিক বোমা তৈরির দিকে অগ্রসর হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।’তার মতে, ‘ইরান অন্য যে কোনো দেশের তুলনায় অনেক দিন ধরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) পর্যবেক্ষণের বিষয়বস্তুতে পরিণত হয়েছে।’মন্ত্রী আরও বলেন, ইরান কখনো ‘পারমাণবিক সমস্যাটিকে অশান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করেনি। যদি ইরান তা চাইত, তাহলে কিছুক্ষণ আগেই এটি করতে পারত।’ইরান যদি পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা না করে, তাহলে কেন তারা এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ...