এসএম বদরুল আলমঃরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনে লিফট স্থাপন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পকে ঘিরে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে পাবনা গণপূর্ত অফিসে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির ও সহকারী প্রকৌশলী আশরাফ চৌধুরী। অভিযোগকারীদের দাবি, তারা মরিয়া হয়ে উঠেছেন সোনেক্স ইন্টারন্যাশনাল ও ড্যাফোডিল ইলেকট্রিক কোম্পানিকে কাজ পাইয়ে দিতে। ঘটনার সূত্রপাত রূপপুর প্রকল্পের ৪৪টি লিফটের যন্ত্রাংশ সরবরাহ ও মেরামত কাজের দুটি বড় প্যাকেজ নিয়ে। গণপূর্ত অফিস এই টেন্ডার আহ্বান করেছে “GOODS” এর পরিবর্তে “WORKS” পদ্ধতিতে, যা সরকারি ক্রয়বিধি পিপিআর-২০০৮ এর সুস্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, টেন্ডারের সবচেয়ে গোপন নথি ‘রেট শিডিউল’ও ফাঁস করে দেয়া হয়েছে প্রভাবশালী দুই প্রতিষ্ঠানের কাছে। ঠিকাদার মহল অভিযোগ করেছে, সংশ্লিষ্ট প্রকৌশলীরা আগেভাগেই কমিশন আদায় করে নিয়েছেন। এরপর থেকেই টেন্ডার প্রক্রিয়াকে প্রভাবিত করার নানান চেষ্টা চলছে। ফলে...