০৪ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম বলিউডে সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চন এবং ক্যাটরিনা কাইফের প্রেম ইতিহাস হয়ে আছে। তবে তাদের প্রেমের পরিণতি হয়নি। ভেঙ্গে গেছে। কেনে ভেঙ্গে গেছে, তা নিয়ে নানা কথা প্রচলিত আছে। এ নিয়ে সালমান খান কখনো মন্তব্য করেননি। প্রথমবারের মতো নিজের অতীতের প্রেম স¤পর্ক নিয়ে বলেছেন তিনি। ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে স¤পর্ক ভাঙার প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে সালমান জানিয়েছেন, তার সঙ্গে স¤পর্ক টেকেনি মূলত ক্যারিয়ারগত অবস্থান ও অনিরাপত্তার কারণে। সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার টকশোতে এসব কথা জানান সালমান। নিজের প্রেম জীবনের কথা বলতে গিয়ে সালমান বলেন, যখন স¤পর্কে একজন সঙ্গী অন্যজনের তুলনায় দ্রুত সাফল্য পায়, তখন স¤পর্কের ভেতর সমস্যার শুরু হয়। কোনো একজন নিরাপত্তাহীনতায়...