রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন। নির্বাচনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।শনিবার (০৪ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতি বিহীন ভোট গ্রহণ চলবে। হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নির্বাচনের শেষ মুহূর্তে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে হালুয়াঘাট পৌর শহর। বাজারে, দোকানে এবং বিভিন্ন সামাজিক আড্ডাতেও চলছে নির্বাচনী আলোচনা। ফলে ভোটার ও ব্যবসায়ী মহলে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন: নাদিম আহমদ (প্রতীক ছাতা), মোঃ রেজাউল করিম (প্রতীক চেয়ার) ও মোঃ আবু বকর সিদ্দিক মোল্লা (প্রতীক মোবাইল)। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন: মুজাহিদুল ইসলাম মনির (প্রতীক চাকা) ও মোঃ আলমগীর হোসেন (প্রতীক কলসি)। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী রয়েছেন তারা হলেন: দেওয়ান তাওহীদ আল-শাহীন (প্রতীক মোরগ), মোঃ...