আবুধাবিতে ‘বিগ টিকেট’ লটারি জিতে কোটিপতি বনে গেলেন এক প্রবাসী বাংলাদেশ, যিনি পেশায় ট্যাক্সিচালক। ‘বিগ টিকেটে’ সেপ্টেম্বরের গ্রান্ড প্রাইজের ২ কোটি দিরহাম জিতেছেন তিনি, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৬৬ কোটি টাকা। দশজন মিলে ওই টিকেট কেনায় পুরস্কারের টাকাও এখন ভাগ করে নেবেন তিনি। খালিজ টাইমস জানিয়েছে, সেপ্টেম্বর মাসের গ্রান্ড প্রাইজের ড্র হয়েছে শুক্রবার। আর তাতেই ভাগ্যের চাকা ঘুরেছে ৪৪ বছর বয়সী হারুন সরদার নুর নবী সরদারের। ২০০৯ সালে আরব আমিরাত যান হারুন। ১৫ বছর ধরে শারজায় থাকছেন। সেখানে ট্যাক্সি চালান। প্রতি মাসেই আবুধাবির বিগ টিকেট লটারি কেটে আসছিলেন তিনি। অবশেষে সেই ভাগ্য খুলল এতদিন পর। ওই বাংলাদেশি ছাড়াও ‘বিগ টিকেট’ লটারিতে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের চারজন প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে জিতেছেন। শারজাহতে প্রবাসী আরেক বাংলাদেশি রেঞ্জ রোভার ভেলার গাড়ি...