চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক জামায়াত নেতা ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করার ঘটনার জেরে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মাঝে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পালিশারা গ্রামে সংর্ঘষের এই ঘটনা ঘটে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে। হাজিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম জানান, বৃহস্পতিবার রাতে ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার একটি বিকৃত ছবি...