০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম বগুড়ার প্রাচীন পর্যটন কেন্দ্র মহাস্থানগড়ে বাস থেকে নেমেই বিপদে পড়তে হলো। ২০ সেপ্টেম্বর ঝুম বৃষ্টির মধ্যে বাস থেকে নেমে পাশের দোকানে ভোঁ দৌড়। বৃষ্টি থেকে রক্ষা পেতে বিভিন্ন হোটেল-দোকান-শেডের নিচে আশ্রয় নিয়েছেন শতাধিক মানুষ। বৃষ্টি আর থামে না। ঢাকার পাইকারি কাঁচাবাজারগুলোতে পাঠানোর লক্ষ্যে বৃষ্টিতে ভিজেই নানান জাতের সবজি ট্রাকে লোড করা হচ্ছে। মহাস্থানগড় দর্শনীয় স্থান, বগুড়ার সবচেয়ে জনবহুল এলাকা। বৃষ্টি কমে যাওয়ায় দূর-দূরান্ত থেকে বেড়াতে আসা মানুষজন বিভিন্ন দর্শনীয় স্পটে চলে যাচ্ছে। একটি হোটেলে স্থানীয় এক নেতার সঙ্গে খাবার খেয়ে উঠতে যাব এমন সময় গণমাধ্যমকর্মী পরিচয় পেয়ে অনেকেই নিজের থেকেই কাছে এসে পাশের চেয়ারে বসে কথা বললেন। তারা জেলার রাজনীতি ও নির্বাচনের চালচিত্র নিয়ে জানালেন। মহাস্থানগড়ে নানা শ্রেণি-পেশার...