০৪ অক্টোবর ২০২৫, ১২:২৭ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:২৭ এএম ভিয়েতনামের নাম দিন প্রদেশের বাসিন্দা স্থানীয় শিল্পী লিউ কাং হুয়ান নিজের অস্বাভাবিক লম্বা নখের কারণে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। তিনি গত ৩৪ বছর ধরে নখ কাটেননি এবং এখন তিনি বিশ্বের সবচেয়ে লম্বা নখের অধিকারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। গিনেস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হুয়ানের দুই হাতের নখের মোট দৈর্ঘ্য ৫৯৪.৪৫ সেন্টিমিটার (১৯ ফুট ৬ ইঞ্চি), যা একটি পূর্ণবয়স্ক জিরাফের উচ্চতার চেয়েও বেশি। এর মধ্যে তার বাম হাতের নখ ৩৮৮.৮৫ সেন্টিমিটার এবং ডান হাতের নখ ২০৫.৬ সেন্টিমিটার লম্বা। সবচেয়ে লম্বা নখটি তার বাম হাতের বুড়ো আঙুলে, যার দৈর্ঘ্য ১২৭.৫ সেন্টিমিটার (৪ ফুট ২ ইঞ্চি)। হুয়ান জানান, তিনি তার বাবার অনুপ্রেরণায় এ যাত্রা শুরু করেন। শুরুতে ব্যক্তিত্বকে আলাদা করে...